শেষ মুহুর্তের গোলে সেরি-আ’তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। নিশ্চিত পয়েন্ট হারানোর ম্যাচে হেলাস ভেরোনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ এবং ডেভিড ফ্রাত্তেসি গোল করেন। ভেরোনার হয়ে ব্যবধান কমান থমাস হেনরি।
এ জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৪৮। জুভেন্টাস ১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে।
সিরি ‘আ’র শিরোপা লড়াই মূলত এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
তৃতীয় স্থানে থাকা এসি মিলান এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে। ১৮ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
অন্যদিকে এই হার ভেরোনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। ১৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন আতঙ্কে পড়েছে।
নিজেদের মাঠের খেলায় ইন্টার মিলান বড় জয়ের ইঙ্গিত দিয়েছিল। মার্টিনেজের গোলে ম্যাচের ১৩তম মিনিটেই লিড নেয় ইন্টার। হেনরিখের পাস থেকে মার্টিনেজ সহজেই ভেরোনার গোলরক্ষক লরেঞ্জো মন্টিপোকে হতাশ করেন। কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দল ভেরোনা মোটেও ছেড়ে কথা বলার পাত্র ছিল না। পিছিয়ে পড়ার পর সমান তালে লড়তে থাকে ভেরোনা।
১৭ ম্যাচে মার্টিনেজের এটা ১৬তম গোল। আগের দুটো ম্যাচ এই আর্জেন্টাইন স্ট্রাইকার ইনজুরির কারণে খেলতে পারেননি। এ গোলের মাঝ দিয়ে মার্টিনেজ সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরো সুদৃঢ় করেছেন। ৯ গোল নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাসুউলোর ডোমেনিকো বেরার্দি।
বিরতির তিন মিনিট পর মার্টিনেজ আবার ভেরোনার জালে বল ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ১-০ গোলে যখন ইন্টার জয় দেখছিল তখন তাদের হতভম্ব করে দেয় ভেরোনার থমাস হেনরি।
৭৪ মিনিটে গোল করেন হেনরি। মাঠে নামার প্রথম মিনিটে গোল করেন হেনরি।
খেল যখন নিশ্চিত ড্রয়ের দিকে গড়াচ্ছিলো তখন ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ডেভিড ফ্রাত্তেসি গোল করে দলের জয় নিশ্চিত করেন।