ঘরোয়া লিগে দারুণ অবস্থায় বার্সেলোনা। শিরোপা জয়ের সম্ভাবনায় তারা। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও হাতছানি তাদের সামনে। সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ড্র করে ফাইনালের খেলার সম্ভাবনা ধরে রেখেছে দলটি। সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠের খেলায় ৩-৩ গোলে ড্র করেছে। বুধবার অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেছিলেন লামিনে ইয়ামাল। ফিরতি লেগে বার্সেলোনার সামনে জয়ের বিকল্প নেই। আর জয়ের জন্য বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তুরুপের তাস হিসেবে দেখছেন লামিনে ইয়ামালকে।
ইন্টার মিলানের বিপক্ষে ইয়ামাল শুধু প্রথম গোলটি করেছেন তা নয়, পুরো ম্যাচ জুড়ে দারুন খেলা উপহার দিয়েছেন। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রতিপক্ষ কোচ সিমোনে ইনজাঘিও। ইয়ামালের প্রশংসায় তিনি বলেছিলেন, এমন খেলোয়াড় ৫০ বছরে একজন আসে।
আর হ্যান্সি ফ্লিক ইয়ামালকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির কাতারে দেখতে পাচ্ছেন। তবে তার জন্য একটা শর্তও জুড়ে দিয়েছেন। এ জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ। তিনি বলেন, আমি কি চাই ইয়ামাল তা ভালো করেই জানে। যখন কেউ এই পর্যায়ে খেলে তখন তাকে প্রতি ম্যাচেই ভালো খেলতে হয়। এটা একটা মাত্র ম্যাচের ব্যাপার নয়। প্রত্যেক খেলোয়াড়েরই ভালো করার সামর্থ্য আছে। আর প্রত্যেক খেলোয়াড়ের এটা দরকার আছে।
লা লিগায় বার্সেলোনা বর্তমানে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৭২ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। এ সময়ে ইয়ামাল ১৫ গোল করেছেন। ২৪ টি গোলে সহায়তা করেছেন।
