লামিনে ইয়ামালের চমকে কোপা দেল রেতে গোল উৎসব করেছে বার্সেলোনা। বুধবার রাতে তারা রিয়াল বেতিসকে ৫-১ গােলে হারিয়েছে। এ জয়ে বার্সেলোনা পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। ম্যাচের নায়ক ইয়ামাল। একটা গোল করেছেন আর দুই গোলের রূপকার ছিলেন।
সময়টা এখন বার্সেলোনার। গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-২ গোলে জয় পেয়েছিল। এবার উড়ালো বেতিসকে।
বেতিসকে গোল বন্যায় ভাসাতে বার্সেলোনার খুব বেশি শক্তির প্রয়োজন পড়েনি। এ ম্যাচে কোচ হানসি ফ্লিক নামী তারকাদের বিশ্রামে রেখেছিলেন। তা সত্ত্বেও ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার আধিপত্য ছিল। প্রথমার্ধে তারা দুই গোলে এগিয়ে যায়। প্রথম গোল পেয়েছিল তৃতীয় মিনিটে। গাবি করেন প্রথম গোল। জুলে কোউন্দে ২৭ মিনিটে ব্যবধান বাড়ান। রাফিনহা, ফেরান টরেস আর ইয়ামাল দ্বিতীয়ার্ধে গোল করেন।
শেষ সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমায় বেতিস।
এদিকে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদও। এলচেকে তারা ৪-০ গোলে হারিয়েছে।