ইয়ামাল এর দুর্দান্ত গোল, কিন্তু গ্যালারিতে বিতর্কের কেন্দ্রবিন্দু তার বাবা

লামিনে ইয়ামাল ও তার বাবা

মাঠে বার্সেলোনার জয় আর লামিনে ইয়ামাল এর দারুণ গোল উদযাপন করছিল সমর্থকেরা। কিন্তু বেতিসের মাঠে উৎসবের সেই রাতে আরেকদিকে তৈরি হয় অপ্রত্যাশিত এক বিতর্ক। ইয়ামালের বাবার আচরণই সেখানে আলোচনার কেন্দ্রে উঠে আসে।

গতকাল রাতে রিয়াল বেতিসকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। শনিবার ৬ ডিসেম্বর রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করেন ফর্মে থাকা লামিনে ইয়ামাল। তবে গ্যালারিতে বসে বিতর্কে জড়িয়ে পড়েন তার বাবা মুনির নাসরাউই।

গোল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, গ্যালারিতে নিজের চারপাশে থাকা বেতিস সমর্থকদের উদ্দেশে উত্তেজনাকর কিছু ইশারা করেন ইয়ামালের বাবা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে চিৎকার শুরু করেন।

একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা এসে ইয়ামালের বাবাকে শান্ত থাকতে অনুরোধ করেন। গ্যালারিতে উপস্থিত একজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, আপাতত পরিস্থিতি শান্ত হলেও একসময় মনে হচ্ছিল বড় ধরনের কিছু ঘটে যেতে পারত।

এদিকে বেতিসের বিপক্ষে জয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৪০। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান বেতিস।

Exit mobile version