এশিয়ান কাপ ফুটবলে টাইব্রেকারে সিরিয়াকে হারিয়ে ইরান কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। ৫-৩ গোলে জয় পেয়েছে ইরান। বুধবার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। কোয়ার্টার ফাইনালে ইরান চারবারের চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হবে। জাপান ৩-১ গোলে বাহরাইনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
টাইব্রেকারে ইরান শতভাগ সাফল্য দেখিয়েছে। পাঁচ শটের পাঁচটিতেই লক্ষ্যভেদ করে। অন্যদিকে সিরিয়ার ফাহাদ ইউসেফের শট ইরানের গোলরক্ষক আলিরেজা রেইরানভান্ড রুখে দিন দিলে ইরানের জয়ের সম্ভাবনা দেখা দেয়। ইরানের অধিনায়ক ইহসান হাজসাফির চূড়ান্ত শট লক্ষ্যভেদ করলে ইরানের সমর্থকরা আনন্দে ফেটে পড়ে।
এর আগে নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল পায়। দুটো গোলই হয়েছিল পেনাল্টিতে। ৩৪ মিনিটে মেহেদি তারেমি গোল করে দলকে এগিয়ে নেন। ইরানের এই গোলদাতা টাইব্রেকারে শট নিতে পারেননি। কেননা নির্ধারিত সময়ের খেলায় ইনজুরি সময়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন তিনি। বিরতির পর ওমর খিরবান গোল করে সিরিয়াকে সমতায় ফিরিয়েছিলেন। এটিও ছিল পেনাল্টি থেকে পাওয়া গোল।
অন্য ম্যাচে জাপান সহজ জয় পেয়েছে। জাপানের হয়ে গোল করেন রিটসু দোয়ান, তাকেফুসা কুবো ও আয়েসে উদে।