উত্তাপ ছড়ানো ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টিকে থাকলো পানামা

উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিলো পানামা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ ভোরে জর্জিয়ার আটলান্টায় মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে আয়োজিত নিজেদের দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার লড়াইয়ে টিকে থাকলো পানামা।

ম্যাচের শুরুটা হয় দুই দলের সমানে সমান লড়াই দিয়ে। তবে ১৮ মিনিটে টিমোথি উই মারাত্মক ভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই গুটিয়ে যায়। এরপরেও ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় তারা। অ্যান্টনি রবিনসনের পাস থেকে পানামার গোলকিপারকে পরাস্ত করে গোল করেন ফোলারিন বালোগান।

অবশ্য মাত্র মিনিটচারেক পরেই পানামাকে সমতায় ফেরান ব্ল্যাকম্যান। এরপর আক্রমণ চালিয়ে যেতে থাকে পানামা। তবে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।

ম্যাচের ৮৩ মিনিটে শেষ পর্যন্ত জয়সূচক গোল পেয়ে যায় পানামা। বক্সের মাঝখান থেকে মার্কিন গোল লক্ষ্য করে জোস ফাজারদো যে শট নেন তা আটকাতে পারেননি গোলকিপার। একই সঙ্গে নক আউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা।

Exit mobile version