চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা জিতে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ইতিহাস গড়লেও, ফ্রান্সের রাজপথে সেই উৎসব পরিণত হয়েছে বিশৃঙ্খলায়। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ফরাসি সমর্থকদের একাংশ উদ্দাম উদযাপন শুরু করে প্যারিসের চ্যাম্পস-ইলিসেস অ্যাভিনিউজুড়ে।
এই উৎসবের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। আতশবাজি, লেজার আলো ও মোটরসাইকেলের উচ্চ শব্দে মুখরিত হয়ে ওঠে প্যারিসের রাত। হাজারো সমর্থকের এ উন্মাদনায় চিহ্নিত কিছু স্থাপনায় হামলা, লুট এবং গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে এগিয়ে আসা কিছু সহিংস সমর্থককে থামাতে জলকামান ব্যবহার করতে হয়। এতে অন্তত ২৯৪ জনকে আটক করা হয়েছে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কিছু দাঙ্গাবাজ দোকানপাটে লুটপাট করে এবং দুটো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ফাঁকা গুলিও ছোড়া হয়।
পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসেও খেলা দেখতে জড়ো হন হাজারো সমর্থক। এদিন শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য, পূর্ব সতর্কতা হিসেবে।
এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পিএসজির তারকা খেলোয়াড় উসমান দেম্বেলে। তিনি ক্যানেল প্লাসকে বলেন, “উদযাপন হোক, তবে শহরের ক্ষতি করে নয়।”
এই উদযাপন যেমন ক্লাবের নতুন ইতিহাসের অংশ, তেমনি এর অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুলিশের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
