উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: আট খেলোয়াড়কে বিশ্রামে রাখছেন কোচ জাভি

চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্ব খেলা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের। আগেই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচে রূপ নিয়েছে। সে কারণে এ ম্যাচে নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জাভি।

গত রোববার নিজেদের মাঠে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে হেরেছে বার্সেলোনা। আগামী শনিবার আবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। ফলে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বহীন ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের মাঠে নামিয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না কোচ জাভি। রবার্ট লেভানদোভস্কি, ফ্রাঙ্কি ডি জং, ইলকাই গুনদোয়ান, রোনাল্ড আরাউহোকে বিশ্রামে রাখবেন কোচ। এছাড়া ইনজুরির কারণে খেলবেন না মার্ক আন্দ্রে টের স্টেগান, মার্কো অ্যালোনসো, ইনিগো মার্টিনেজ ও গাভি।

একাডেমির খেলোয়াড়দের নিয়ে এই শূন্যস্থান পূরণ করবেন কোচ জাভি। ডিফেন্ডার হেক্টর ফোর্ট ও পাউ কুবার্সির পাশাপাশি দলে ডেকেছেন দুই মিডফিল্ডার মার্ক কাসাডো, অ্যালেক্স গাড়িডো, ফরোয়ার্ড অ্যাঞ্জেল অ্যালার্কন ও মার্ক গুইকে। তাদের সঙ্গে দুই গোলরক্ষক অ্যান্ডার অ্যাস্ট্রালাগা ও ডিয়াগো কোচেনও বেলজিয়াম সফরে থাকবেন। টের স্টেগানের ইনজুরির পর থেকেই তারা দলে নিয়মিত রয়েছেন।

দুই সপ্তাহ আগে পোর্তোকে হারানোর মাঝ দিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে। ২০২১ সালের পর এই প্রথম তারা শেষ ষোলোর টিকিট পেয়েছে। ৫ খেলায় ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন শীর্ষে থাকলেও শীর্ষস্থান এখনো নিশ্চিত নয়। তবে অ্যান্টওয়ার্পের বিপক্ষে না হারলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

গত শনিবার জিরোনার কাছে হার বার্সেলোনাকে নাড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠে ২-৪ গোলে হেরেছে তারা। ম্যাচ শেষে জাভি হতাশা ব্যক্ত করে বলেছিলেন, “এটা খুবই বাজে ফল। তবে আমাদের খেলা খারাপ ছিল না। আমাদের জন্য এটা খুবই বড় আঘাত। কেননা আমরা শীর্ষ দলের কাছাকাছি পৌঁছাতে চেয়েছিলাম। কিন্তু যা ঘটেছে তাই বাস্তব। কোনো সন্দেহ নাই এটা আমাদের জন্য খারাপ ঘটনা। তবে গত বছরও এমন ঘটনার শিকার হওয়ার পরও আমরা দুটো ট্রফি জয় করেছিলাম। “

Exit mobile version