উয়েফা নেশনস লিগে আগেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে স্পেন। শুক্রবার রাতে ডেনমার্ককে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান আরো পোক্ত করেছে। অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে এ-ফোর গ্রুপে তারা শীর্ষে অবস্থান করছে। স্পেন উভয়ার্ধে একটি করে গোল করে। ডেনমার্ক দ্বিতীয়ার্ধে এক গোল পরিশোধ করে।
২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে এ ম্যাচে মাঠে নেমেছিল স্পেন। তারপরও ডেনমার্কের বিপক্ষে আধিপত্য করতে তাদের কোনো সমস্যা হয়নি। ম্যাচের শুরু থেকেই স্পেন ডেনমার্কের ওপর চাপ তৈরি করে। তাদের চাপের মুখে ভুল করে বসে ডেনমার্কের রক্ষণভাগের খেলোয়াড়রা। আর সে সুযোগে গোল পায় সাবেক চ্যাম্পিয়নরা। মিকেল ওয়ারজাবাইয়ের গোলে ১৫ মিনিটে তারা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আয়োজে পেরেজের গোলে তারা ব্যবধান দ্বিগুন করে।
স্পেনের বদলি খেলোয়াড় ফাবিয়ান রুইজের এক ভুল কাজে লাগিয়ে ডেনমার্কের গুস্তাভ ইসাকসেন ৮৪ মিনিটে গোল করে ব্যবধান কমান।
এ জয়ের ফলে ৫ ম্যাচ শেষে স্পেনের পয়েন্ট ১৩। ডেনমার্কের সংগ্রহ ৭। গ্রুপের অপর দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ৫ ও ২। আগামী সোমবার ডেনমার্ক পরবর্তী ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচটি সার্বিয়ার মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তী রাউন্ডে উঠতে এ ম্যাচে ডেনমার্ককে অন্তত ড্র করতে হবে। হারলেই ছিটকে যাওয়ার শঙ্কা।