উরাওয়াকে হারিয়ে রিভার প্লেটের মিশন শুরু

ক্লাব বিশ্ব কাপ

রিভার প্লেটের গোল উৎসব

উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়ে ক্লাব বিশ্ব কাপে শুভ সূচনা করেছে রিভার প্লেট। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিভার প্লেট ৩-১ গোলে জয় পায়। ফাকুন্দো কোলিদিও, সেবাস্তিয়ান দ্রিউসি ও ম্যাক্সিমিলিয়ানো মেজা গোল তিনটি করেন।

ম্যাচে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে। যার ফলে ম্যাচের শুরুতে গোল পেতে কোনো সমস্যা হয়নি রিভার প্লেটের। দ্বাদশ মিনিটে গোল পেয়ে যায় তারা। মার্কোস আকুনার কাছ থেকে বল পেয়ে দারুণ এক হেডে কোলোদিও গোল করেন।

বিরতির আগেই জাপানের ক্লাব উরাওয়া সমতা আনার সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এ সময়ে রিভার প্লেট একটা গোল হজম থেকে রক্ষা পায়। তাকুরো কানেকোর চমৎকার এক আক্রমণ রুকে দেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

বিরতির পরপরই রিভার প্লেট আবার গোলের দেখা পায়। এ অর্ধের তৃতীয় মিনিটে সেবাস্তিয়ান দ্রিউসি গোল করেন। এ গোলের উৎসব দ্রিউসির খুব বেশি সময় উদযাপন করা হয়নি। কিছু সময় পর ইনজুরি আক্রান্ত মাঠ থেকে তার বের হয়ে যেতে হয়।

ম্যাচের ৫৮ মিনিটে উরাওয়ার পক্ষে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইউসুকে মাতসুকে।

৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে রিভার প্লেটের হয়ে তৃতীয় গোল করেন ম্যাক্সিমিলিয়ানো মেজা। এ গোলের রূপকার ছিলেন অ্যাকুনা। ম্যাচে এটা ছিল তার দ্বিতীয় অ্যাসিস্ট।

রিভার প্লেট আগামী শনিবার মেক্সিকোর মন্তেরির মুখোমুখি হবে। অন্যদিকে উরাওয়া খেলবে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ ইন্টার মিলানের বিপক্ষে।

Exit mobile version