উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

নর্থ ক্যারোলাইনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে ১০ জনের কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেও ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারালো হামেস রদ্রিগেজের দল।

কর্নার থেকে উড়ে আসা বলে জেফারসন লার্মার হেডে ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়া লিড নেয়। বিরতির আগে দানিয়েল মুনোজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের পুরেটা সময় একজন কম নিয়ে খেলেও অদম্য কলম্বিয়ার রক্ষণ উরুগুয়েকে রুখে দিয়েছে।

আগামী সোমবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬ টায় ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কার্লোস ভালদেরামার উত্তরসূরীরা।

এই ম্যাচের কলম্বিয়ায় দুই আলোচিত চরিত্র রক্ষণভাগের খেলোয়াড় লারমা ও মুনোজ। ম্যাচের একমাত্র গোলদাতা জেফারসন লার্মা খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়া দানিয়েল মুনোজ পুরোপুরিভাবে রক্ষণের খেলোয়াড়। খেলতেন রাইটব্যাক পজিশনে। তার লাল কার্ডের কারণে কলম্বিয়ার ফর্মেশনে পরিবর্তন আসলেও উরুগুয়েকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।

Exit mobile version