উরুগুয়েকে হারিয়ে শুভ সূচনা আর্জেন্টিনার

নারী কোপা আমেরিকা

নারী কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। গতকাল তারা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে। ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন বনসেগুন্দো।

এ জয়ের ফলে এক ম্যাচে শেষে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে তিন। অন্যদিকে দুই ম্যাচ শেষ উরুগুয়ের পয়েন্ট এক। প্রথম ম্যাচে তারা ইকুয়েডরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ইকুয়েডর ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে।

দশ দল নিয়ে ১১ জুলাই শুরু হয়েছে নারী কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার দশ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপা জয়ের জন্য লড়াই করছে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে প্যারাগুয়ে, চিলি, কলাম্বিয়া, ভেনেজুয়েলা ও বলিভিয়া। প্রথম ম্যাচে জয় পাওয়া ব্রাজিল আজ বলিভিয়ার মুখোমুখি হবে।

গ্রুপে প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে উঠবে। আগামী ২৮ জুলাই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল। আগামী ২ আগষ্ট মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Exit mobile version