উলসানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

ক্লাব বিশ্ব কাপ

গোলের পর ডর্টমুন্ডের খেলোয়াড়রা

গ্রুপ পর্বের শেষ খেলায় বরুশিয়া ডর্টমুন্ড দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানকে হারিয়ে ক্লাব বিশ্ব কাপের শেষ ষোলোতে পৌঁছেছে। বুধবার রাতে ‘এফ’ গ্রুপের খেলায় বরুশিয়া ডর্টমুন্ড ১-০ গোলে জয় পায়। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল সেনসন।

গ্রুপ পর্বের তিন ম্যাচে এটা জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দ্বিতীয় জয়। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭। অন্যদিকে উলসান কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

শূন্য হাতে বিদায় নিলেও দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান দারুণ প্রতিরোধ গড়েছিল। শক্তিশালী জার্মান ক্লাবের একের পর এক আক্রমণ রুখে দিয়েছিল তারা। বিশেষ করে দলটির গোলরক্ষক হিওন উ জো গোলবারের নিচে যেনো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। বেশ কয়েকবার তিনি দলকে দারুণ দক্ষতায় গোল হজম থেকে রক্ষা করেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের, ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগট কোবেল দারুণ দক্ষতায় তা রুখ দেন।

ম্যাচের ফল ডর্টমু্ডের জন্য হতাশাজনক। দারুণ সব সুযোগ তৈরি করেও তারা ব্যবধান বাড়াতে পারেনি।

Exit mobile version