সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবল সংশ্লিষ্টদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমা তিন দিনের সংক্ষিপ্ত সফর শেষে ভুটানে ফিরে গেছেন। একই সময়ে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং এএফসি চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড।
গত ৪ জুলাই ঢাকা ছাড়েন ক্যাবরেরা, গন্তব্য ছিল নিজ দেশ স্পেন। দীর্ঘ ৩৬ দিন পর তিনি ফিরলেন ঢাকায়। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ১৪ আগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। কোচ জানিয়েছেন, “খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছি, সব প্রস্তুতি এগিয়ে নিতে।”
বর্তমানে এএফসি অনূর্ধ্ব-২৩ দল এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনুশীলনে আছে, যার তত্ত্বাবধানে আছেন ক্যাবরেরা। আজ বিকেলেই তিনি অনুশীলন মাঠে যাবেন দলটির পারফরম্যান্স দেখতে। দুপুরে ইংল্যান্ড থেকে আসবেন প্রবাসী ফুটবলার তানিল সালিক, যিনি অ-২৩ দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৫ আগস্ট দোহা থেকে ফেরার পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও ক্যাম্পে যুক্ত হবেন।
সকালে নয়টার দিকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে মুরাস ইউনাইটেড। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে দলটি। কিরগিজ এই ক্লাবে রয়েছে একাধিক ইউরোপীয় খেলোয়াড়, যেখানে আবাহনীর একমাত্র বিদেশি সুলেমান দিয়াবাতে। আগামীকাল বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল এএফসি চ্যালেঞ্জ লিগের লড়াইয়ে।
