এএফসি অ-১৭ বালক চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পড়েছে বাংলাদেশ ‘এ’ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে একই গ্রুপে জায়গা পেয়েছে বাহরাইন, তিমুরলিস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা। এই গ্রুপে মোট ছয়টি দল অংশ নিচ্ছে।
মোট ৩৮ দেশের অংশগ্রহণে এবারের বাছাই পর্বে দলগুলো সাতটি গ্রুপে ভাগ হয়েছে। ‘সি’ গ্রুপে ছয়টি দল এবং ‘ডি’ থেকে ‘জি’ গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।
২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাত দেশের সাত ভেন্যুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সাতটি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে জায়গা করে নেবে।
মূল আসরে আগে থেকেই অংশগ্রহণ নিশ্চিত করেছে নয়টি দল— কাতার, উজবেকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশ দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। বর্তমানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে দল।
সাফ শেষেই এএফসি বাছাইয়ে অংশ নেবে লাল-সবুজের কিশোররা। কোচিং স্টাফদের মতে, বাছাই পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা বড় চ্যালেঞ্জ হলেও প্রস্তুত বাংলাদেশ দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















