এএফসি কাপ ফুটবলে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় লেগের খেলায় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ভারতের মোহনবাগান মুখোুমখি হচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। বসুন্ধরার জন্য এ ম্যাচটি ফাইনালের মতো। জিতলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ, হারলে পথ বন্ধ।
চার দল নিয়ে গড়া ‘ডি’ গ্রুপে মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তিন ম্যাচের দুটোতে জয় তাদের, একটিতে ড্র। বসুন্ধরা কিংস রয়েছে তাদের পরেই। এক জয়, এক ড্র ও এক হার থেকে তাদের সংগ্রহ চার পয়েন্ট।
বসুন্ধরা কিংস এর আগে দুইবার এএফসি কাপে খেলেছে। প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। এবার তাদের সামনে সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে খেলার। সে জন্য এ ম্যাচে জয় পেতেই হবে। তবে মোহনবাগানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বসুন্ধরা কিংসের জন্য স্বস্তিজনক নয়।
মোহনবাগান ও বসুন্ধরা কিংস এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। ২০২১ সালে মালেতে তারা প্রথম মুখোমুখি হয়। পরিসংখ্যানে মোহনবাগান এগিয়ে। তারা এক ম্যাচে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ অমীমাংসিত। যে দুই ম্যাচ ড্র হয়েছে সেখানে স্কোর ছিল ১-১ ও ২-২। আর যে ম্যাচে মোহনবাগান জয় পেয়েছিল সেখানে তারা চার গোল করেছিল। বসুন্ধরা সে ম্যাচে কোনো গোল পায়নি।
সোমবার সন্ধ্যায় উভয় দল অনুশীলন করেছে। উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছে।
গত ২৪ অক্টোবর প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। অ্যাওয়ে ম্যাচের ওই ফলাফল বসুন্ধরা কিংসকে আশাবাদী করে তুলেছে। কোচ অস্কার ব্রুজন ও অধিনায়ক রবসন রবিনহো আশাবাদী। মোহনবাগানের চ্যালেঞ্জ পার হওয়ার জন্য প্রস্তুত তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















