এএফসি কাপে বাঁচা-মরার ম্যাচ খেলতে ভারতে বসুন্ধরা কিংস

ভোরে বিমানবন্দরে যাওয়ার আগে কিংস খেলোয়াড়দের ফটোসেশন

প্রথমবারের মতো এএফসি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। ১১ ডিসেম্বর ভারতীয় ক্লাব উড়িষ্যা এফসি’র মাঠে ড্র করলেই ইতিহাস গড়বে বসুন্ধরা কিংস। প্রথম বাংলাদেশী ক্লাব হিসেবে উঠে যাবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে।

গ্রুপের শেষ ম্যাচ খেলকে আজ ভোরে উড়িষ্যার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে কিংসরা। এর আগে মোহন বাগান এফসি’ র বিপক্ষে নানা নাটকিয়তার পর বিলম্বে ভিসা প্রাপ্তির পর ম্যাচ শুরুর ২৪ ঘন্টারও কম সময় নিয়ে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় অস্কার ব্রুজোনের দল।

ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামেই কোলকাতার মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে বসুন্ধরার ম্যাচ ছিলো ৭ নভেম্বর। ম্যাচের আগের দিন ৬ নভেম্বর সরাসরি সেখানে গিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিতে হয় বসুন্ধরাকে।

এবার অবশ্য সেরকম সমস্যা হয়নি। সেসময় ডাবল এন্ট্রি ভিসা পাওয়ায় এবার ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে সেখানে যেতে পারছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলের চারবারের চ্যাম্পিয়নরা।

এবারের এএফসি কাপে ডি গ্রুপে খেলছে বসুন্ধরা কিংস। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ‍দুইয়ে উড়িষ্যা। পঞ্চম রাউন্ডের ম্যাচে মোহনবাগানের হোম ভেন্যুতেই ৫-২ গোলে জয় পায় উড়িষ্যা।

ঐ হারের ফলে প্রথম রাউন্ডেই বিদায় নিশ্চিত হয়ে যায় ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের। সম্ভাবনা উজ্জ্বল হয় বসুন্ধরার। তবে কাজটা সহজ হবে না দেশ ছাড়ার আগে বিষয়টা ভালোই করেই মনে করিয়ে দিলেন অস্কার ব্রুজোন।

গত ২ অক্টোবর কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও উড়িষ্যা এফসির প্রথম লেগের খেলায় ৩-২ গোলে জয় পেয়েছিলো বসুন্ধরা।

বিমানবন্দেরে মদকাণ্ডে নিষিদ্ধ হওয়ায় দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ডিফেন্ডার তপু বর্মন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও স্ট্রাইকার মোরসালিন আহমেদকে ছাড়াই সেসময় খেলতে হয়েছিলো বসুন্ধরাকে।

মোরসালিন অবশ্য আর্থিক জরিমানা দিয়েই বেঁচে গিয়েছিলেন। খেলেছেন জাতীয় দলেও। ফলে উড়িষ্যার বিপক্ষে তার খেলার বিষয়টি নিশ্চিত। কিন্তু তপু ও জিকোর নিষেধাজ্ঞা শেষ হলেও দলেই ফিরেছেন সম্প্রতি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও তারা স্কোয়াডের বাইরেই আছেন।

Exit mobile version