একই গ্রুপেই ফ্রান্স ইতালি বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগ

বৃহস্পতিবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হলো উয়েফা নেশন্স লিগের ড্র। গ্রুপে সতীর্থ সব দল দেখে কপালে ভাঁজ পড়েছে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের কোচের। উভয় দল লিগ ‘এ’ এর দুই নম্বরে গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে তাদের সঙ্গে আরো রয়েছে বেলজিয়াম ও ইসরায়েল।

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে মুখোমুখি হবে জার্মানি  ও হাঙ্গেরি। এখানেও তারা একই গ্রুপে। তাদের সঙ্গে আরো রয়েছে নেদারল্যান্ডস ও বসনিয়া। এই চার দল নিয়ে গড়া হয়েছে তিন নম্বর গ্রুপ।

চার নম্বর গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়া।

নেশন্স লিগে এবার প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ ‘এ’ এর সব গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে। কোয়ার্টার ফাইনালের পর স্বাভাবিক নিয়মে সেমিফাইনাল ও ফাইনাল।

লিগ ‘বি’তে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও গ্রিসকে নিয়ে গড়া হয়েছে দুই নম্বর গ্রুপ। এবারই ইংল্যান্ড লিগ ‘বি’তে খেলছে। গত আসরে বাজে ফলাফলের কারণে তাদের অবনমন হয়েছে। ইংলিশ কোচ গারেথ সাউথগেট বলেন, ‌আমি মনে করে আমাদের এই অবনমনে সবাই হতাশ। তবে এই গ্রুপে যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হবে।’

এই টুর্নামেন্টেও রাশিয়াকে বিবেচনা করা হয়নি। ইউক্রেনে আগ্রাসনের কারণে তাদেরকে টুর্নামেন্টের জন্য বিবেচনা করা হয়নি।

উয়েফা নেশন্স লিগে খেলার পদ্ধতিটা এবার একটু ভিন্ন। ‘এ’ লিগের প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে। চতুর্থ দল ‘বি’ লিগে নেমে যাবে। আর তৃতীয় দল রেলিগেশনের প্লে অফে খেলবে।

‘বি’ লিগের প্রতি গ্রুপের শীর্ষ দল ‘এ’ লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। চতুর্থ দল ‘সি’ লিগে নেমে যাবে। দ্বিতীয় ও তৃতীয় দল ‘এ’ লিগের জন্য প্লে অফ খেলবে।

Exit mobile version