ফুটবলে নিচের সারির দেশগুলো নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এর আগে এই টুর্নামেন্টটি পরিচিত ছিলো প্রেসিডেন্ট কাপ হিসেবে। মালয়েশিয়ার এএফসি কার্যালয়ে এই প্রতিযোগিতার ড্র হয়ে গেলো আজ।
টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে আছে ভারতের জায়ান্ট ক্লাব ইস্ট বেঙ্গল। এছাড়াও সেই গ্রুপটিতে রয়েছে লেবাননের নেজমাহ ও ভুটানের পারো এফসি।
২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে খেলা। ভুটানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির গ্রুপ পর্ব।
৫টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৮টি দল অংশগ্রহণ করবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে এই ৫ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৩ সেরা রানার্সআপ নিয়ে। এর আগে এএফসি কাপ খেললেও নক আউটে যেতে পারেনি বসুন্ধরা।
গ্রুপ এ: ইস্ট বেঙ্গল (ভারত), বসুন্ধরা কিংস (বাংলাদেশ), নেজমাহ এফসি (লেবানন), পারো এফসি (ভুটান)।