২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে আর্জেন্টিনার আর মাত্র একটি পয়েন্ট দরকার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নেওয়া ১০টি দলের এখন পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে। এই পাঁচ ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেই আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। সর্বশেষ ম্যাচে আজ শনিবার সকালে উরুগুয়েকে হারিয়ে তারা নবম জয় পেয়েছে। এ জয়ের ফলে তারা এবারের বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফ খেলা নিশ্চিত করেছে। বাকি পাঁচ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শীর্ষ ছয় দলের এক দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হবে।
পয়েন্ট টেবিলে দলগুলোর বর্তমান অবস্থা এমন। আর্জেন্টিনা (২৮), ইকুয়েডর (২২), ব্রাজিল (২১), উরুগুয়ে (২০), প্যারাগুয়ে (২০), কলাম্বিয়া (১৯), বলিভিয়া (১৩), ভেনেজুয়েলা (১২), পেরু (১০) ও চিলি (৯)।
সামনের ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ব্রাজিল (২৫ মার্চ), চিলি, কলাম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বাকি চার ম্যাচের দিন তারিখ চূড়ান্ত নয়। তবে প্রথম দুই ম্যাচ জুন মাসে এবং শেষ দুই ম্যাচ সেপ্টেম্বরে মাঠে গড়াবে।