বুখারেস্টকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের দলটি বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে। দিয়াগো দালো ও কোবি মেইনু করেছেন গোল দুটি।
জয় পেলেই নক আউট পর্ব নিশ্চিত হবে তা ম্যাচ শুরুর আগে চূড়ান্ত হয়েছিল। তবে সফরকারী দল ম্যানইউয়ের শুরুটা ছিল খুবই বাজে। গোল করার সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচো এবং আমাদ দিয়ালো মাঠে নামতে ম্যানইউয়ের খেলায় গতি আসে। গোলের সুযোগও আসে। তারই ধারাবাহিকতায় ৬০ মিনিটের সময় দিয়াগো দালোতের গোলে এগিয়ে যায়। দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় তাদের অপেক্ষা করতে হয়নি। মাত্র আট মিনিটের মাথায় তারা দ্বিতীয় গোল পেয়ে যায়।
এ জয়ের ফলে তৃতীয় হয়ে ম্যানইউ নক আউট পর্বে পৌঁছেছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ঘরোয়া লিগে যাচ্ছেতাই অবস্থা হলেও ইউরোপাতে ম্যানইউ একমাত্র অপরাজিত দল।
এ জয়ের মাঝ দিয়ে ম্যানইউ কোচ আমোরিম একটা কীর্তি গড়েছেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম চার ম্যাচেই জয় পেয়েছেন। ১৯৯০ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন এমন কীর্তি গড়েছিলেন।