একাদশে যেসব পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার তাঁদের সামনে সুযোগ আরো একটি প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের সেরার তকমা পাওয়ার। বিশ্বকাপের আগে অলিম্পিকের ফুটবলকেই ফুটবলের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচনা করা হতো। তাই ঐতিহ্যগতভাবে অলিম্পিকের পদক জয় আর্জেন্টিনাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।

এই পদকের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমানো আর্জেন্টিনার শুরুটা মোটেও স্বপ্নের মতো ছিলো না। নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হারে আলবিসেলেস্তারা। তবে পরে ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় তুলে নিলেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার।

আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। ইউরোপিয়ান দেশটির বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটে জায়গা করে নিবে তাঁরা। সেই সাথে হবে গ্রুপ চ্যাম্পিয়নও।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার লুকাস বেল্ট্রানকে পাচ্ছেন না মাশ্চেরানো। তাঁর বদলে আজ খেলবেন লুসিয়ানো গুন্দো। যিনি গত ম্যাচে বদলি নেমেই গোল করেছিলেন।

সেই সাথে একাদশে আসছেন গুইলিয়ানো সিমিওনে। রাইটব্যাক পজিশনেও আসতে পারে পরিবর্তন। হোয়াকিন গার্সিয়ার পরিবর্তে খেলতে পারেন গঞ্জালো লুজান।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-

গোলরক্ষক: জিরোনিমা রুল্লি

ডিফেন্ডার: গঞ্জালো লুজান, মার্কো ডি সেজার, নিকোলাস ওতামেন্ডি, হুলিও সোলার

মিডফিল্ডার: গুইলিয়ানো সিমিওনে, ইকি ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান মেদিনা, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গুন্দো

Exit mobile version