এক পেনাল্টিতে ব্যর্থ, অন্যটিতে সফল রোনালদো

সৌদি প্রো লিগ

ক্রিশ্চিয়ানো রোনালদো

আরো একটা পেনাল্টি, ক্রিশ্চিয়ানো রোনালদোর আরো একটা গোল। সে সঙ্গে গোল করেছেন জন ডুরান। এই দুই গোলের সুবাদে সৌদি প্রো লিগে বুধবার রাতে আল খালিজকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। দুটো গোলই হয় শেষ সময়ে।

৭৫ মিনিটে জন ডুরান গোল করে দলকে এগিয়ে নেন। সাদিও মানের ক্রস থেকে ৯৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। এটা ছিল লিগে রোনালদোর ২৪তম গোল। অবশ্য এটি তার ২৫তম গোল হতে পারতো। কেননা আগেও একটা পেনাল্টি পেয়েছিল আল নাসর। রোনালদো সে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।

সৌদি প্রো লিগে শিরোপা জয়ের দৌড় থেকে আগেই ছিটকে গেছে আল নাসর। বর্তমানে তারা চতুর্থ স্থানে রেছে্ ৩৩ মাচ শেষে তাদের পয়েন্ট ৬৭। ৩৭ পয়েন্ট নিয়ে আল খালিজ দশম স্থানে। ৮০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ রয়েছে শীর্ষে।

Exit mobile version