এক বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ বিকেএসপি

দেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর ডিসিপ্লিনারি কমিটি তাদেরকে এই শাস্তি দিয়েছে। যার ফলস্বরুপ আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযগিতায় অংশগ্রহণ করতে পারবে না বিকেএসপি ফুটবল দল।

আজ বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, এ বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চকবাজার কিংস চ্যাম্পিয়ন হয়। উক্ত দলের বেশ কিছু ফুটবলার বিকেএসপির জার্সিতে দ্বিতীয় বিভাগে খেলেছেন। এছাড়াও বিকেএসপির কিছু শিক্ষার্থী নামবদল করে চকবাজার কিংসের হয়ে তৃতীয় বিভাগে খেলেছেন। দুইটি লিগে ভিন্ন পরিচয়ে খেলার ব্যাপারটি জানতে পারে বাফুফে। পরবর্তীতে বাফুফে সংশ্লিষ্ট কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে দোষ খুঁজে পায় তাঁরা। এই নিয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি।

ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ পেয়ে বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে এক বছরের জন্য নিষিদ্ধ করে বাফুফে। এছাড়াও দুইজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

নাম পরিবর্তন করে তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়।

বিকেএসপিকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ঘরোয়া ফুটবলে তাঁদের এক বছর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারীর মধ্যে সেই জরিমানার অর্থ পরিশোধ করার কথা বলা হয়েছে।

Exit mobile version