লা লিগায় রোববার লেগানেসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এ জন্য বড় মূল্য দিতে হয়েছে দলটিকে। দলের অন্যতম তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে এই ব্রাজিলিয়ানকে পাবে না শিরোপা প্রত্যাশী দলটি। লেগানেসের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছেন তিনি। এর ফলে দল থেকে অন্তত এক মাসের জন্য ছিটকে গেছেন ভিনিসিয়ুস।
লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে পাওয়া জয়ে গোল পাননি ভিনিসিয়ুস। তবে গোলের রূপকার ছিলেন। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলে সহায়তা করেছেন তিনি। ফেডেরিকো ভালভার্দে যে গোলটি করেছিলেন সে গোলের ফ্রি কিকটি তিনি করেছিলেন। খেলেছেন পুরো ম্যাচ।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস। ক্লাবের ডাক্তার জানিয়েছেন, অন্তত এক মাস বাইরে থাকতে হতে পারে তাকে। যার ফলে শুধু চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুরের বিপক্ষে ম্যাচ নয় ঘরোয়া লিগেও একাধিক ম্যাচে তাকে দর্শক হয়ে থাকতে হতে পারে।
দলীয় ডাক্তার বলেছেন, পরীক্ষার পর দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়রের বাম পায়ে সমস্যা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি।