এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া

বিশ্বকাপ বাছাই ফুটবল

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হওয়ার আনন্দে আলজেরিয়ার খেলোয়াড়রা

জিবুতিকে হারিয়ে আগের দিন ২০২৬ সালের বিশ্বকাপের খেলার টিকিট পেয়েছে মিসর। ১৯তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর দল।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাই পর্ব পার হয়ে তিন স্বাগতিক দল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সঙ্গে আরও ৪৫ দল যোগ দেবে। গতরাতে সোমালিয়াকে হারিয়ে ২০তম দল হিসেবে বিশ্বকাপে উঠে গেছে রিয়াদ মাহরেজের দল আলজেরিয়া। এর ফলে এক যুগ পর বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে আলজেরিয়া। আফ্রিকার এ দলটি সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ২০১৪ সালে। সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচেছ আলজেরিয়া।

বিশ্বকাপে খেলা যে সব দল নিশ্চিত করেছে:

উত্তর আমেরিকা: কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।

আফ্রিকা: মরক্কো, আলজেরিয়া, মিসর ও তিউনিসিয়া।

ওশেনিয়া: নিউজিল্যান্ড।

ইউরোপ: এখনো কোনো দল চূড়ান্ত পর্বের টিকিট পায়নি।

Exit mobile version