এখন ক্লাব পরিবর্তনের আলোচনা পাগলামি: ইনজাঘি

অল্পের জন্য হাতছাড়া হয়েছে সেরি আ শিরোপা হাতছাড়া হয়েছে ইন্টার মিলানের। তবে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফ্রান্সের প্যারিস সেন্ত জার্মেই ক্লাব তাদের প্রতিপক্ষ। আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এমন সময়ে ক্লাব পরিবর্তনের বিষয়ে আলোচনা করাটা পাগলামির সঙ্গে তুলনা করেছেন ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি।

ইন্টার মিলানের সঙ্গে ইনজাঘির চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে ২০২১ সালে ইন্টারে যোগ দেওয়া ইনজাঘির ক্লাব পরিবর্তন গুঞ্জন রটেছে। গুঞ্জন রয়েছে বিশাল অর্থে তিনি সৌদি ক্লাব আল হিলালে যোগ দিতে যাচ্ছেন। এ সম্পর্কে ইনজাঘি বলেন, সামনে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। এ সময়ে ক্লাব পরিবর্তন নিয়ে আলোচনা করা একটা পাগলামি।’

ইনজাঘি আরো বলেন, প্রত্যেক বছর একই ঘটনা। যখন আমি ল্যাজিও এবং ইন্টারে কাজ করছি তখনও একই আলোচনা। কখনো ইতালিয়ান ক্লাব থেকে আবার কখনো সৌদি আরব থেকে। তবে যাই হোক এখন এ আলোচনা পাগলামি। ইন্টারের প্রেসিডেন্টের সঙ্গে আমার একটা চমৎকার সম্পর্ক রয়েছে। বছরের পর বছর তার সঙ্গে আমার আলোচনা হয়। সে আলোচনা ইন্টারের উন্নতি সম্পর্কে হয়ে থাকে।

ইন্টার মিলান এ মৌসুমে নাপোলির পেছনে থেকে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করেছে। ইতালিয়ান কাপ ও সুপার কোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে। উভয় ক্ষেত্রে এসি মিলানের কাছে হেরেছে তারা। এখন সামনে শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ।

Exit mobile version