এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের টিকে থাকার শেষ সুযোগ কাজে লাগাতে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার মেনে বিদায় নিতে হলো সাইফুল বারীর দলকে।
ম্যাচের শুরুতেই দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মিঠু চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে আফগানিস্তানের ইয়াসির শাফির অসাধারণ এক দূরপাল্লার শটে সমতা ফেরায়। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে মোর্শেদ আলী গোল করে বাংলাদেশকে ২-১ এ এগিয়ে নেন। প্রথমার্ধে ২-১ গোলের এই লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে খেলায় দারুণভাবে ফিরে আসে আফগানিস্তান। ৬৪ মিনিটে আফগানিস্তানের নাওয়াদ মাহবুবির দুর্দান্ত কাট ব্যাক থেকে গোলের সুযোগ নেয় বদলি খেলোয়াড় মোহাম্মদ মিলাদ নূরি। ২-২ সমতা ফেরানোর পর, ৭০ মিনিটে আরেক বদলি খেলোয়াড় আরাশ আহমাদি গোল করে আফগানিস্তানকে ৩-২ গোলে এগিয়ে দেন।
শেষদিকে বাংলাদেশ একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ফরোয়ার্ডদের ব্যর্থতার পাশাপাশি, মাঝমাঠের খেলোয়াড়দের সৃজনশীলতার অভাবও এই হারের একটি বড় কারণ হিসেবে ধরা যাচ্ছে। এছাড়া রক্ষণভাগের মৌলিক ভুলগুলো বাংলাদেশের বিদায়ে বড় প্রভাব রেখেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















