কাঁধে চোট পাওয়ায় লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি জুডে বেলিংহাম। শনিবার আগেই নিশ্চিত করা হয়েছিলো ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবেন না রিয়াল মাদ্রিদের শীর্ষ গোলস্কোরার। কিছুটা উদ্বেগ নিয়েই এদিন খেলা দেখতে বসেছিলো মাদ্রিদ সমর্থকরা। তবে দারুণ ছন্দে থাকা এই ইংলিশ মিডফিল্ডারের অভাব বুঝতেই দেননি অন্য খেলোয়াড়রা। জয়ের পর এই ম্যাচকে মাদ্রিদিস্তাদের মৌসুম সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাবেউয়ে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এদিন জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। অন্য গোলটি এসেছে স্প্যানিশ ফুটবলার দানি কারভাহালের কাছ থেকে।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিলো লস ব্লাংকোরা। নিয়মিত বিরতিতে গোল পেয়েছে তাঁরা। ম্যাচের কোনো পর্যায়েই মনে হয়নি যে নিয়ন্ত্রন হারিয়েছে মাদ্রিদ খেলোয়াড়রা। বড় জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘আজ আমরা এখন পর্যন্ত মৌসুমের সেরা ম্যাচ খেলেছি। আমরা হয়তো প্রথম ১৫ মিনিট আরও ভালোভাবে রক্ষণ সামলাতে পারতাম। কিন্তু ওইটুকু বাদ দিলে আমাদের জন্য নিখুঁত একটি ম্যাচ ছিল।’
ম্যাচে দুই ব্রাজিলিয়ানের জোড়া গোলে উচ্ছ্বসিত আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো তাদের সেরা ছন্দে ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে তারা খুবই ভালো খেলেছে। তারা ভালোভাবে জুটি বেঁধেছে, জায়গা বের করেছে এবং দারুণ মানসম্পন্ন ফুটবল খেলেছে। আপনারা বলতে পারেন তারা ফিরে এসেছে।’
ভ্যালেন্সিয়াকে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। টেবিল টপার জিরোনা থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে তাঁরা। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৭।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















