আগের দিন বার্সেলোনা কোপা দেল রেতে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে। বৃহষ্পতিবার রাতে তাদের সঙ্গী হয়েছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় সেল্টা ভিগোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান তারকা এনড্রিক অতিরিক্ত সময়ে জোড়া গোল করেছেন। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।
রিয়াল মাদ্রিদের হয়ে অন্য গোলগুলো করেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে।
ম্যাচের পরিস্থিতি এক পর্যায়ে রিয়াল মাদ্রিদের সহজ জয়ের কথা বলছিল। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে তারা দুই গোলে এগিয়ে ছিল। এমবাপ্পে ৩৭ মিনিটে ও ভিনিসিয়ুস ৪৮ মিনিটে গোল করেছিলেন। ৮৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান রিয়াল মাদ্রিদ ধরে রেখেছিল। তারপর ভোজবাঁজির মতো সব উলোট পালোট হয়ে যায়। পরের আট মিনিটে জোড়া গোল করে সেল্টা ভিগো খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।
অতিরিক্ত সময়ের খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা টাইব্রেকারে গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এনড্রিকের যাদুতে আর টাইব্রেকারের প্রয়োজন পড়েনি। মাত্রা ১২ মিনিটের এক ঝড়ে সেল্টা ভিগোকে নাস্তানাবুদ করে ছাড়ে রিয়াল মাদ্রিদ। ১০৮ মিনিটে থেকে ১১৯ পর্যন্ত সময়ে তিন গোলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়ে যায়। ১০৮ ও ১১৯ মিনিটে এনড্রিক গোল করেন। মাঝে ফেডেরিকো ভালভার্দে রিয়ার মাদ্রিদের সমর্থকদের আনন্দ করার উপলক্ষ এনে দেন।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, গেতাফে, ভ্যালেন্সিয়া, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ ও লেগানেস কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী সোমবার ড্র হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















