এফএ কাপে ম্যানসিটির গোল বন্যা

গোলের পর ম্যানসিটির খেলোয়াড়রা

গোলের সঙ্গে যেন আড়ি হয়েছিল ম্যানচেস্টার সিটির। গোলের অভাবে ঘরোয়া লিগে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে চলেছে তারা। তবে এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় দলটি গোল বন্যায় ভাসিয়েছে সালফোর্ড সিটিকে। নিজেদের মাঠের খেলায় জেমস ম্যাকাটির হ্যাটট্রিকে সালফোর্ড সিটির বিপক্ষে ৮-০ গোলে জয় পেয়েছে।

ব্যাপক পরিবর্তন এনে এ ম্যাচে দল সাজিয়েছিলেন ম্যানসিটি কোচ। গত সপ্তায় ওয়েস্ট হামের বিপক্ষে খেলা দলটিতে ৯ পরিবর্তন এনেছিলেন তিনি। তবে নামী খেলোয়াড়দের প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছিলেন। নতুনদের নিয়ে গড়া ম্যানসিটির শুরু থেকেই ছিল একচ্ছত্র আধিপত্য। গোলও পেয়েছে ভুরি ভুরি। এ ম্যাচের মাঝ দিয়ে ডিভিন মুবামা সিনিয়রদের খেলায় প্রথম গোলের দেখা পেয়েছেন। জ্যাক গ্রিলিশ এক বছরের গোল খরা থেকে মুক্তি পেয়েছেন। আর জেমস ম্যাকাটি দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন।

ম্যানসিটি প্রথমার্ধে তিনটি গোল পায়। দ্বিতীয়ার্ধে তাদের গোলের সংখ্যা ৫। জেরেমি ডোকু অষ্টম মিনিটে গোল করে ম্যানসিটিকে এগিয়ে নিয়েছিলেন। ডেনিভ মুবামা ২০ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন। বিরতির আগে নিকো ও’রেইলি ব্যবধান ৩-০ করেন।

বিরতির পরপরই পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন গ্রেলিশ। পরে ২০ মিনিট সালফোর্ডের ওপর ঝড় বইয়ে দেন ম্যাকাটি। তিন গোল করেন। ম্যাকাটির হ্যাট্রিকের মাঝে ডোকু পেনাল্টিতে তার দ্বিতীয় গোল করেন।

ম্যানসিটির জন্য এ জয় বিশাল এক পাওয়া। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর একটা স্বাদও পেয়েছে তারা। কেননা সালফোর্ড সিটির মালিক ম্যানইউয়ের সাবেক তারকারা। গ্যারি নেভিল, রায়ান গিগস, ফিল নেভিল, পল স্কলেস, নিকি বাট ও ডেভিড বেকহ্যাম এটার মালিক।

Exit mobile version