বাবার পথ অনুসরণ করে ফুটবল মাঠে ছেলে- বিশ্ব ফুটবলে এমন উদাহরণ কম নয়। ক্রিশ্চিয়ানো পরিবারে রয়েছে এমন উদাহরণ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন রোনালদো জুনিয়র। সিনিয়র দলে এখনো সুযোগ পাননি, তবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৬ দলে। ফেডারেশনস কাপের জন্য ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র।
আগামী ৩০ নভেম্বর থেকে তুরস্কে শুরু হবে ফেডারেশনস কাপ ফুটবল। পর্তুগাল খেলবে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড গ্রুপে।
নিজেদের যোগ্যতা তুলে ধরার মাধ্যমে জাতীয় দলে খেলছেন রোনালদো জুনিয়র। গত মে মাসে তিনি পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছিলেন। যোগ্যতা প্রমাণের মাঝ দিয়ে অনূধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন।
রোনালদো জুনিয়র জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে খেলেছেন। এই দুই দলেই তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন। ২০০১ সালে অনূর্ধ্ব-১৫ দলে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ পর্যন্ত জাতীয় দলের ২২৩ ম্যাচে মাঠে নেমেছেন, করেছেন ১৪৩ গোল। গোলের সংখ্যা যেমন এটা বিশ্ব রেকর্ড তেমনি ম্যাচের সংখ্যায়ও।
