এবার ঢাকায় আসছেন রোনালদিনহো!

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় ঘুরে গেছেন বেশিদিন হয়নি। এবার বাংলাদেশের মাটিতে পা পড়তে পারে ব্রাজিলের জার্সিতে ২০০২ বিশ্বকাপজয়ী প্লেমেকার রোনালদিনহোর। অবশ্য ব্যাপারটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর।

কোলকাতার আলোচিত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত এর আমন্ত্রণে গত ৩ জুলাই কোলকাতা সফরে এসেছিলেন এমি। কিন্তু শর্ত দিয়েছিলেন ঢাকায় তাকে আসার সুযোগ দিতে হবে। ফলে কোলকাতা যাওয়ার আগেই ঢাকায় এমির ১১ ঘন্টার সফরটি মূলত হয়েছিলো তারই আগ্রহে। বিশ্বকাপের সময় বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টাইনদের মন জয় করে নিয়েছিলো। বাদ যাননি দেশটির ফুটবলাররাও। তবে রোনালদোর ব্যাপারটি একেবারেই ভিন্ন। বাংলাদেশ থেকে বড় ধরনের স্পন্সর পেলেই কেবল ২০০২ সালের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।

অবশ্য কোলকাতার মাটিতে বিশ্বজয়ী ফুটবলারদের পা রাখার বিষয়টি নতুন নয়। প্রয়াত কিংবদন্তী পেলে, ম্যারাডোনাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন কোলকাতার ফুটবল প্রেমীরা। সল্টলেক স্টেডিয়াম হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গেছেন ২০০২ বিশ্বকাপ ফাইনালে রোনালদিনহোর প্রতিপক্ষ জার্মানির গোলরক্ষক অলিভার কান। ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন মেসি। কাতার বিশ্বকাপের আগে কোলকাতা ঘুরে গেছেন ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী তারকা কাফু।

সে পথ ধরেই সর্বশেষ সংযোজন হতে যাচ্ছেন রোনালদিনহো। কোলকাতায় চ্যারিটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বার্সেলোনায় মেসিকে আগলে রাখা রোনালদিনহোর। বার্সেলোনার সিনিয়র দলে মেসির প্রথম গোলেরে যোগানদাতা ছিলেন মেসি। ওই গোলের পর মেসিকে কাধে তুলে নিয়েছিলেন রোনালদিনহো। বয়সের ব্যবধানটা অনেক হলেও তাদের বন্ধুত্বের রসায়নটা সর্বজনবিদিত। ফলে এই সময়টাতে মেসিকেও নিয়ে আসার চেষ্টা করছেন শতদ্রু দত্ত। সব ঠিক থাকলে আগামী ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে কোলকাতায় আসার সম্ভাবনা রয়েছে ২০০২ সালে ব্রাজিলকে ৫ম বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার অন্যতম কারিগর রোনালদিনহোর।

এই সময়টাতে ভারতের মাটিতে চলবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের সময় দুর্গাপুজাও চলবে। সব মিলিয়ে কোলকাতার ফুটবল প্রেমীদের জন্য যোগ হবে বাড়তি উন্মদনা। কোলকাতায় চ্যারিটি ম্যাচ খেলার পাশাপাশি ক্ষুদে ফুটবলারদের সঙ্গেও সময় কাটাবেন, দিবেন উৎসাহ। যাবেন দুর্গাপুজার প্যান্ডেলে। পাশাপাশি মেসির একটি ভাস্কর্যও উন্মোচন করবেন তিনি।

Exit mobile version