একটা শঙ্কা তো ছিলই। এ মৌসুমে জুভেন্টাস একটা মাত্র ম্যাচে হেরেছে। সে ম্যাচে প্রতিপক্ষ ছিল এই সাসুউলো। অ্যাওয়ে ম্যাচে ২-৪ গোলে হেরেছিল তুরিনের ওল্ড লেডিরা। হোম ম্যাচে সে হারের জ্বালা মিটালো জুভ’র খেলোয়াড়রা। জয় তুলে নিলো ৩-০ গোলে।
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেন সার্বিয়ান স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ। খেলার ৮৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফেডেরিকো চিয়েসা।
এ জয়ের ফলে জুভেন্টাস শিরোপা দৌড়ে ভালোভাবে টিকে রয়েছে। ইন্টার মিলানের ঘাড়ে নিঃশ্বাস ফেলে তারা সমানতালে শিরোপার দিকে এগিয়ে চলেছে।
২০ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৪৯। সমান ম্যাচ থেকে ইন্টার মিলানের পয়েন্ট ৫১। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে এসি মিলান।