দুই দশক ঘরোয়া লিগের শিরোপার দেখা নেই। সন্তুষ্ট থাকতে হয়েছে ছোটোখাটো শিরোপা নিয়ে। তবে এবার যেন একটু ব্যতিক্রম আর্সেনালের ব্যাপারটা। ঘরোয়া লিগ উড়ছে তারা। রবিবার রাতে তো টটেনহাম হস্পারকে উড়িয়ে দিয়েছে। ৪-১ গোলে জয় তাদের। হ্যাটট্রিক করেছেন এবেরচি এজে।
এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে স্পষ্ট আধিপত্য আর্সেনালের। ১২ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট তাদের। চেলসি বেশ খানিকটা দূরে থেকে তাদেরকে অনুসরণ করে চলেছে। সমান ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ তাদের। লিভারপুল তো রণে ভঙ্গে দিয়েছে। ১৮ পয়েন্ট তাদের। আর ম্যানচেস্টার সিটি যে খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় আছে তা বলা যাবে না। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছে তারা।
আর্সেনালকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিতে ভালোভাবেই হাত বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। গত শনিবার উভয় দলই পয়েন্ট হারিয়েছে। তবে আর্সেনাল যে খুব একটা স্বস্তিতে ছিল না তা নয়। ইনজুরি তাদেরকে বেশ দুঃশ্চিন্তায় রেখেছিল।
বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বাইরে রাখতে বাধ্য হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্সেনালের। তবে প্রথম গোল পেতে লম্বা একটা সময় অপেক্ষায় থাকতে হয়েছিল তাদের। ৩৬ মিনিটে লিন্দ্রো ট্রোসার্ড প্রথম গোল করেন। বিরতির আগ মূহুর্তে স্কোরশিটে নাম লেখান এবেরচি এজে। বিরতির পরপরই হ্যাটট্রিকের অনেক আরও এক ধাপ নিজেকে এগিয়ে নেন তিনি। ৪৬ মিনিটে দ্বিতীয় গোলের পর ৭৬ মিনিটে এবেরচি পান তৃতীয় গোল। এর আগে ৫৫ মিনিটে টটেনহামের হয়ে একমাত্র গোলটি কেরন রিচার্লিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















