এভারটনকে হারিয়ে লড়াইয়ে ফিরল ম্যানসিটি

ইপিএল

সর্বজয়ী মিশন শেষে আবারও ঘরের মাঠে লড়াইয়ে ফিরেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে নাজুক অবস্থায় আছে পেপ গার্দিওলার দল। পিছিয়ে পড়েছিলো ‍লিগ শিরোপা ধরে রাখার রেসেও। লিগে আগের ছয় ম্যাচের মাত্র একটাতে জয় ছিলো সিটিজেনদের। বুধবার স্বাগতিক এভারটনকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধানটা পাঁচে কমিয়ে আনলো ম্যানচেস্টার সিটি।

ম্যানসিটির হয়ে গোলগুলো করেছেন ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ ও বেরনার্ডো সিলভা। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এ জয় ম্যানসিটিকে আবার শিরোপা লড়াইয়ে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। তবে এভারটনের বিপক্ষে জয়টা মোটেও স্বস্তির ছিল না। কেননা ম্যাচে গোলটা আগে করেছিল এভারটন। তাদের এ গোলে ম্যানসিটির সামনে আরো একটা হারের শঙ্কা হুঙ্কার দিচ্ছিল। যদিও এভারটনের গোলটি ছিল খেলার ধারার বিপরীতে।

২৯ মিনিটে জ্যাক হ্যারিসন পোস্টের খুব কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। প্রথমার্ধের বাকি সময়টা এই গোল বয়ে বেড়াতে হয়েছে ম্যানসিটি।

ফিল ফোডেনর স্কোরে ৫৩ মিনিটে সমতায় ফিরে আসে সিটিজেনরা।

১১ মিনিট পর হুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এভারটনে আমাদুই ওনানার হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল ম্যানসিটি।

ম্যাচের শেষ বাঁশি বাজার চার মিনিট আগে বেরনার্ডো সিলভা গোল করে সব অস্বস্তি দূর করেন।

Exit mobile version