এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন? কয়েক মাস ধরেই এই আলোচনায় সরব খেলার ময়দান থেকে সোশ্যাল মিডিয়া। তবে অনেকটা সময় পার হওয়ায় ধীরে ধীরে তাঁকে নিয়ে কৌতুহলটাও কমে গেছে ফুটবলপ্রেমীদের। অবশেষে মাদ্রিদ যাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন এই ফরাসি স্ট্রাইকার।
পিএসজি ছেড়ে চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এমনকি পিএসজিকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে জানানোর পর নিজের ক্লাব সতীর্থদেরকেও মৌসুম শেষে সম্ভাব্য বিদায়ের কথা বলেছেন তিনি।
ঠিক কত বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের সাথে চুক্তি করছেন এই বিশ্বকাপজয়ী স্ট্রাইকার তা নিয়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ। স্পেনের সংবাদমাধ্যম এএসের সাংবাদিক মার্কো রুইজ জানিয়েছেন, পাঁচ বছরের জন্য এমবাপ্পের সাথে চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগের সর্বাধিক শিরোপাজয়ী দলটি এই ফরাসি তারকাকে পাঁচ বছরে সবমিলিয়ে ৫০ কোটি ইউরো দিবে বলে জানিয়েছেন রুইজ। তবে আগে থেকেই নিশ্চিত ছিলো যে এমবাপ্পেকে পেতে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না মাদ্রিদকে।