সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ক্লাব ফুটবলে যেমন নয়, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও। তাকে বাদ দিয়ে নেশনস লিগের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এর ফলে অধিনায়ক এমবাপ্পেকে বাইরে রেখে টানা চারটি ম্যাচ খেলতে যাচ্ছে ফ্রান্স।
নেশনস লিগে ফ্রান্সের এবারের প্রতিপক্ষ ইসরায়েল ও ইতালি। এর আগে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে খেলেছে ফ্রান্স। ওই দুই ম্যাচেও এমবাপ্পেকে দলে রাখেননি দেশম। আগামী বৃহষ্পতিবার ফ্রান্স খেলবে ইসরায়েলের বিপক্ষে। ১৭ তারিখ তাদের প্রতিপক্ষ ইতালি।
ঘরোয়া ফুটবলে এমবাপ্পের সময়টা ভালোে যাচ্ছে না। এমবাপ্পে যেমন অনেক আশা নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তেমনি স্প্যানিশ ক্লাবটিও ফ্রেঞ্চ তারকাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু দিন যতই যাচ্ছে ততই তাদের স্বপ্ন ফিকে হচ্ছে। ঘরোয়া লিগে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী দল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থতা তাদের সঙ্গী হয়েছে। ১৮তম স্থানে তারা।
রিয়াল মাদ্রিদের হয়ে দশ ম্যাচে এমবাপ্পে ছয় গোল করেছেন। একটা গোলে সহায়তা রয়েছে তার। রিয়াল মাদ্রিদের নতুন তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার রসায়নটা ঠিক জমছে না। গত মাসে এল ক্ল্যাসিকোতে আটবার তিনি অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন। গত ১৫ বছরে লা লিগার এক ম্যাচে কোনো খেলোয়াড় এতবার অফসাইডে ধরা পড়েননি। আর বার্সেলোনার কাছ হারটা রিয়াল মাদ্রিদের জন্য এখন বড় কাটা হয়ে দেখা দিয়েছে। ৪-০ গোলে হার তাদেরকে বড় লজ্জায় ফেলেছে।