এমবাপ্পের অনুপস্থিতিতে ফ্রান্সের নেতৃত্বে চুয়ামেনি

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের পরবর্তী ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন অরেলিয়েঁ চুয়ামেনি। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হাঙেরির বুদাপেস্টে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স।

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ফরাসি দলের নিয়মিত অধিনায়ক এমবাপ্পে। তার স্থলাভিষিক্ত হিসেবে দলে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে আঁতোয়া গ্রিজম্যানের অবসরের পর এমবাপ্পেকে অধিনায়ক নির্বাচিত করে ফ্রান্স। তার নেতৃত্বে নতুন যুগ শুরু করতে চেয়েছিল দলটি। কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এমবাপ্পে চোট পান, যার ফলে নেশন্স লিগের ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে দলের কোচ দিদিয়ের দেশম চুয়ামেনিকে ফ্রান্সের অধিনায়কত্বের গুরুদায়িত্ব দিয়েছেন।

এমবাপ্পের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দৌড়ে আরও ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে ও এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ন। তবে প্রথম ম্যাচে চুয়ামেনির ওপরই আস্থা রেখেছেন দেশম।

ফ্রান্সের জন্য নেশন্স লিগে ইতালির বিপক্ষে প্রথম ম্যাচটি হতাশাজনক ছিল, যেখানে তারা হারে। তবে দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ফরাসিরা। ইসরায়েলের বিপক্ষে আজকের ম্যাচের পর ফ্রান্স আগামী ১৫ অক্টোবর বেলজিয়ামের সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে।

দুবারের বিশ্বকাপজয়ী দলটি চুয়ামেনির নেতৃত্বে গ্রিজম্যান পরবর্তী যুগে প্রবেশ করতে চলেছে, এবং এই নতুন যুগে তাদের পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version