এমবাপ্পের জন্য মরীয়া খেলাইফি

দুই বছর আগে কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো। শেষ পর্যন্ত নিজ শহরের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতেই থেকেছেন বিশ্বকাপজয়ী এই ‍ফুটবলার। চলতি বছরের জুনে ক্লাবটির সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই নিজেদের মরীয়া ভাব জানিয়ে দিয়েছেন ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

ফ্রান্সের গণমাধ্যম আরএমসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি জানান, চুক্তি শেষ হওয়ার পর এমবাপ্পের সামনে যে কোন ক্লাবের দরজাই খোলা থাকবে। কিন্তু পিএসজি চায়, ঘরের ছেলে ঘরেই থাকুক।

এমবাপ্পের প্রশংসা করে ‘কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট’এর চেয়ারম্যান আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি কিছুই লুকাতে চাই না। আমি চাই এমবাপে পিএসজিতে থাকুক। সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার জন্য পিএসজি সেরা ক্লাব। তাকে ঘিরেই আমাদের সব পরিকল্পনা হয়ে থাকে।’

এদিকে অসমর্থিত একটা সূত্র জানিয়েছে, এমবাপ্পের পরবর্তী ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এমবাপে কয়েক সপ্তাহ সময় নিতে পারেন।

পিএসজি তাদের পোস্টারবয়কে ছাড়তে না চাইলেও এমবাপ্পে এখন আর আগের অবস্থায় নেই। জুনে শেষ হতে যাওয়া চুক্তির পরও ক্লাবের সর্বোচ্চ গোলদাতার সামনে আরও এক বছরের চুক্তি বাড়ানোর সুযোগ আছে। কিন্তু সেপথে তিনি হাটছেন না। বরং অন্য ক্লাবের সঙ্গে আলোচনার পথটা তিনি খোলা রেখেছেন। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে।

এর আগেও বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটি এমবাপ্পের জন্য তাদের সবধরনের কৌশল কাজে লাগিয়েছিলো। এবার এমবাপ্পের ব্যাপারে তার সময় নষ্ট করতে চায় না। ২০২২ সালের অভিজ্ঞতাটা তাদের জন্য মোটেও স্বস্তির ছিলো না। ব্যাপক আলোচনার পরও পিএসজিতে থেকে যান এমবাপ্পে।

Exit mobile version