এমবাপ্পের জোড়া গোলে চূড়ান্ত পর্বে ফ্রান্স

বিশ্বকাপ ফুটবল

এমবাপ্পের-জোড়া-গোলে-চূড়ান্ত-পর্বে-ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোল

ইউক্রেনের বিপক্ষে সহজ জয় পেয়েছে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে চূড়ান্ত পর্বে ফ্রান্স , তার জোড়া গোলের সুবাদে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে সহজ জয় পেয়েছে ফ্রান্স। ৪-০ গোলের জয়। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স।

এদিকে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে তার ক্যারিয়ারে ৪০০ গোলের দেখা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের এই তারকা জাতীয় দলের হয়ে গোল করাটা অভ্যাসে পরিণত করেছেন। ছয় ম্যাচে করেছেন সাত গোল। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে গত ২০ ম্যাচে করেছেন ২৩ গোল।

ফ্রান্স চারটি গোলই দেখা পায় দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। ৭৬ মিনিটে তার সঙ্গী হন মাইকেল ওলিসে। ৮৩ মিনিটে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ের পথ আরও সহজ করে দেন। ৮৮ মিনিটে শেষ গোলটি পায় ২০১৮ সালের চ্যাম্পিয়ন দলটি।

এ জয়ের ফলে ৫ ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ১৩। ধারে কাছে কোনো দল না থাকায় এক ম্যাচ হাতে রেখেই ফ্রান্স চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। ইউক্রেনের পয়েন্ট ৭। তাদের সামনে প্লে অফে খেলার সুযোগ রয়েছে। তবে পথটা মোটেও সহজ নয়। কেননা আইসল্যান্ড তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে পথ আটকে রেখেছে। তাদেরও পয়েন্ট সাত। আবার গোল পার্থক্যে এগিয়ে আইসল্যান্ড।

Exit mobile version