এমবাপ্পের জোড়া গোলে বেতিসকে হারালো রিয়াল

MADRID, SPAIN - SEPTEMBER 01: Kylian Mbappe of Real Madrid CF celebrates his goal against Real Betis Balompie during the La Liga week4 football match between Real Madrid CF and Real Betis Balompie at the Santiago Bernabeu stadium on September 01, 2024 in Madrid, Spain. (Photo by Federico Titone/Anadolu via Getty Images)

স্প্যানিশ লা লিগায় যোগ দেয়ার পর ৩০০ মিনিট পর গোল পেলেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় মৌসুমের প্রথম তিন ম্যাচেই ছিলেন গোলশূন্য। চতুর্থ ম্যাচে এসে রিয়াল বেতিসকেই বেছে নিলেন, করলেন জোড়া গোল। ম্যাচে স্বাগতিক রিয়াল মাদ্রিদ জয় পেলো ২-০ গোলে। এই জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এমবাপ্পের গোলের পর ভিনিসিয়ূস জুনিয়রকে বেতিসের খেলোয়াড়রা ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই গোল করে অভিষেকটা রাঙিয়েছিলেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে গোল করেছিলেন। কিন্তু স্প্যানিশ লা লিগার প্রথম তিন ম্যাচেই ছিলেন গোলশূন্য। তাকে দেখা যায়নি চেনা রুপে। এমনকি লিগের প্রথম তিন ম্যাচে গোলের স্পষ্ট সুযোগও তৈরি করতে পারেননি। অবশেষে ফিরলেন চেনারুপে।

ম্যাচে ২-০ গোলে জয় পেলেও ম্যাচের প্রথম দশ মিনিট রিয়ালের রক্ষণের ভীতি ছড়িয়েছে বেতিস। এই সময় তিনবার রিয়ালের গোলবারে আক্রমণ করেছে সফরকারীরা। এই সময়ে রিয়াল মাদ্রিদ পুরোপুরি দর্শক হয়ে গিয়েছিলো।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। রদ্রিগোর কর্নার শট থেকে মিলিতাওয়ের জোরালো হেড ফিরিয়ে দেন বেতিসের পর্তুগিজ গোলরক্ষক রুই সিলভা।

প্রথমার্ধে এমবাপ্পেকে ঘিরে কম করে হলেও রিয়ালের চারটি আক্রমণ পূর্ণতা পায়নি। প্রতিবারই এমবাপ্পে হয়তো বলের নাগাল পাননি নয়তো পায়ের সাথে পুরোপুরি বলের সংযোগ ঘটাতে পারেননি।

৫০তম মিনিটে ভিনিসিয়ূস জুনিয়রের শট বেতিসের রক্ষণে প্রতিহত হলে এমবাপ্পে ফিরতি শট নিলেও তা বারের ওপর দিয়ে চলে যায়।

অবশেষে ৬৭তম মিনিট ম্যাচের গোলমুখ খোলে রিয়াল। সম্মিলিত আক্রমণের ফসল ঘরে তোলে কার্লোস অ্যানচেলত্তির শিষ্যরা। শুরুতে রদ্রিগো বেতিসের দুই খেলোয়াড়কে কাটিয়ে ভালভের্দেকে পাস দেন। তার ব্যাকহিল থেকে পাওয়া বলকে ক্ষিপ্ত গতিতে গোলে পরিণত করেন রিয়ালের নাম্বার নাইন এমবাপ্পে।

৭৫তম মিনিটে ভিনিসিয়ূস বল নিয়ে বেতিসের রক্ষণে ঢুকে পড়েন। এই সময় সফরকারী দলের গোলরক্ষক তাকে মাটিতে ফেলে দেন। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি অধিনায়ক।

Exit mobile version