কিলিয়ান এমবাপ্পের গোল মেশিন অব্যাহত। আর তাতেই রিয়াল মাদ্রিদের জয়ের রথও সচল। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ভ্যালেন্সিয়াকে তারা ৪-০ গোলে হারিয়েছে। জুডে বেলিংহাম ও আলভারো কারেরাস অন্য দুই গোল করেছেন। ব্যবধানটা আরো বাড়তে পারতো। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন।
এ জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান আরো পোক্ত হয়েছে। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩০। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। আর ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তৃতীয় স্থানে। তারা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে।
ম্যাচে রিয়াল মাদ্রিদ দুটো পেনাল্টি পায়। একটাতে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। অন্যটাতে ভিনিসিয়ুস জুনিয়র ব্যর্থ হন।

মেসির গোল তবুও হার মায়ামির
লা লিগায় শনিবার রাতে অনুষ্ঠিত অন্য এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করেন। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আতলেতিকোর এটা টানা তৃতীয় জয়। এ জয়ের ফলে তারা ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও বার্সেলোনা।
এছাড়া ভিয়ারিয়াল ৪-০ গোলে রায়ো ভায়েকানোকে এবং রিয়াল সোসিয়েদাদ ৩-২ গোলে আথলেতিক বিলবাওকে হারিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















