উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। করছেন গোলের পর গোল। সে সুবাদে উড়ছে রিয়াল মাদ্রিদ। তার জোড়া গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে স্প্যানিশ ক্লাবটি। সান্তিয়াগো বার্নাবু্যতে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে পিছিয়ে পড়ার পর এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ২-১ গোলে জয় পেয়েছে তারা। স্বদেশি ক্লাবকে হারাতে এমবাপ্পে দুটো গোলই করেছেন পেনাল্টি থেকে।
২২ মিনিটে টিমোথি উইয়াহ’র গোলে এগিয়ে গিয়েছিল মার্শেই। তবে সমতা ফিরিয়ে আনতে মোটেও দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ছয় মিনিট পরই পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। তবে জয়সূচক গোলটি পেতে লম্বা সময় অপেক্ষায় থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
৮১ মিনিটে রিয়াল মাদ্রিদ পায় দ্বিতীয় গোল। এটিও পেনাল্টি থেকে পাওয়া। তবে তার আগে এই জায়ান্ট ক্লাবকে বড় একটা ধাক্কা সামাল দিতে হয়। ৭২ মিনিটে দানি কারভাহাল লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হয়।
৮১ মিনিটে এমবাপ্পের করা গোলটি ছিল রিয়ালের জার্সিতে তারা ৫০তম গোল। লস ব্লাঙ্কোসের হয়ে ৬৪তম ম্যাচ খেলতেে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দ্রুততম। ২০১০ সালের নভেম্বরে রোনালদো রিয়ালের হয়ে ৫০তম গোল করেছিলেন ৫৪তম ম্যাচে।
১৯৯২-৯৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ থেকে উয়েফা চ্যাম্পিয়ন লিগ নামকরণের পর এই প্রতিযোগিতায় এই নিয়ে ২০০তম জয় পেল রিয়াল মাদ্রিদ। ওই সময় থেকে তারা গোল করেছে ৭০০টি। এই দুই মাইলফলক স্পর্শের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ সবার শীর্ষে।
