কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তার জোড়া গোলে লা লিগায় লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে জুডে বেলিংহাম করেছেন অন্য গোলটি। লেগানেসের হয়ে ডিয়াগো গার্সিয়া ও দানি রাবা গোল করেন।
নিজেদের মাঠের এ খেলায় জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। উভয় দলের পয়েন্ট ৬৩। তবে গোল পার্থক্যে বার্সেলোনা উপরে রয়েছে।তাছাড়া বার্সেলোনা একটা ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদ খেলেছে ২৯ ম্যাচ, বার্সেলোনা খেলা ম্যাচের সংখ্যা ২৮।
রেলিগেশন আতঙ্কে ভুগছে লেগানেস। তবে অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদকে বড় ধরণের চাপে ফেলে দিয়েছিল। কিলিয়ান এমবাপ্পে ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিতে না নিতেই গোল হজম করতে হয় রিয়াল মাদিদ্রকে। ৩৩ মিনিটেই ডিয়াগো গার্সিয়া গোল পরিশোধ করেন। শুধু তাই নয়, বিরতির বাঁশি বাজার আগেই লেগানেসকে এগিয়ে নিয়েছিলেন দানি গার্সিয়া। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেগানেস।
তবে বিরতির পরপরই রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। ৪৭ মিনিটে জুডে বেলিংহাম সমতাসূচক গোল করেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করে কিলিয়ান এমবাপ্পে।