লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচই এখন ফাইনাল ম্যাচ। একটা ম্যাচের ফল তাদের পক্ষে না যাওয়ার অর্থ হচ্ছে শিরোপার সঙ্গে তাদের দূরত্ব বেড়ে যাওয়া। রোববার রাতে এমন এক ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল শিরোপা প্রত্যাশী দলটি। লাল হলুদ কার্ডের ছড়াছড়ি ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এদুয়ার্দো কামাভিঙ্গা করেছেন গোলটি।
রিয়ালের কিলিয়ান এমবাপ্পে এবং মানু সানচেজ লাল কার্ড দেখেছেন।
এ জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। তাদের অবস্থান দুইয়ে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে নেতৃত্বে বার্সেলোনা। সব মিলিয়ে লিগের শেষটা যে বেশ উত্তেজনায় ভরপুর হতে চলেছে তা বলা যায়। বার্সেলোনা দুই ম্যাচে পয়েন্ট হারালেই রিয়াল মাদ্রিদের সামনের পথটা সুগম হবে।
নিজেদের মাঠের খেলায় আলাভেস প্রতিপক্ষকে বেশ কঠিন পরীক্ষায় ফেলেছিল। ৯ মিনিটের সময় আরদা গুল রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ২০ মিনিটে রাউল অ্যাসেনসিওর গোল বাতিল হয় ফাউলের কারণে। ৩৪ মিনিটে সেই আক্ষেপ ভুলিয়ে দেন কামাভিঙ্গা। দারুণ এক শটে তিনি দলকে এগিয়ে নেন।
তবে ম্যাচে নাটকীয়তা চরম আকার নেয় ৩৮ মিনিটে। আলাভেসের ব্লাঙ্কোকে বাজেভাবে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন এমবাপ্পে। তবে ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি। ফলে দশজনের দলে পরিণত হয় রিয়াল। একজনের কম নিয়ে খেলে বিরতিতে যায় সফরকারী রিয়াল মাদ্রিদ।
একজন কম থাকায় রিয়ালের বিপক্ষে বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু উল্টো তাদের অবস্থা বেশ নাজুক হয়। ভিনিসিয়ুস জুনিয়রকে বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখে আলাভেসের সানচেজ। কার্ডে ও খেলোয়াড়ে সমতায় আসলেও গোলে সমতায় আসেনি।