কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে প্লে অফে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে জয় পেয়েছে। দুই লেগ মিলে রিয়াল মাদ্রিদের জয় ৬-৩ গোলে।
পরবর্তী রাউন্ডে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আতলেতিকো মাদ্রিদ বা বেয়ার লেভারকুসেন হবে তাদের প্রতিপক্ষ। শুক্রবার ড্রতে নির্ধারিত হবে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কাকে পাচ্ছে।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কখনো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েননি। কখনো তার অধীনের দল শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়নি। এ ম্যাচে রিয়াল মাদ্রিদ তার দলের সামনে অসম্ভব কঠিন এক দলে পরিণত হয়েছিল। যে দলের আক্রমণে তোড়ে এক সময় প্রতিপক্ষরা ভেসে গিয়েছে সেই দলটি প্রথমার্ধে কোনো শটই নিতে পারেননি।
নিজেদের মাঠের খেলায় প্রথম লেগে ৩-২ গোলে হারের পর ম্যানসিটির জন্য ম্যাচটা সত্যিকারভাবেই কঠিন ছিল। ইনজুরির কারণে মূল স্ট্রাইকার আর্লিং হালান্ডের অনুপস্থিতি দলটির কাজ আরো কঠিন করে দেয়। এরই মাঝে একের পর এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। চতুর্থ মিনিটে গোলের দেখা পান এই ফ্রেঞ্চ তারকা। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটির ফেরার পথটা বন্ধ করে দেন। আর ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ সময়ে নিকোলাস গঞ্জালেস একটা গোল পরিশোধ করেন।