এমিরেটস ব্যালন ডি’অর জিতলেন ইরানের তারকা ফুটবলার

ছবি: কালেক্টেড

ইরানি ফুটবলার সারদার আজমুন জিতেছেন সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের সর্বোচ্চ সম্মান ‘এমিরেটস ব্যালন ডি’অর’। এই পুরস্কার প্রদান করা হয় সিজনের সেরা খেলোয়াড়কে। মনোনয়নের তালিকায় তার সঙ্গে ছিলেন ইরানের আরেক তারকা মেহদি গায়েদি এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাইও লুকাস।

শাবাব আল আহলির হয়ে অভিষেক মৌসুমেই আজমুনের পারফরম্যান্স ছিল অসাধারণ। ২১ ম্যাচে ১১ গোল ও ৬টি অ্যাসিস্ট করে তিনি দলের ইউএই প্রো লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক হন। এছাড়া ইউএই সুপার কাপ, প্রেসিডেন্টস কাপ এবং ইউএই/কাতার সুপার কাপ জেতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি, মোট চারটি ট্রফি দলের সংগ্রহে যুক্ত হয়।

আজমুনের এই সাফল্য শুধু সংযুক্ত আরব আমিরাতেই নয়, গোটা এশিয়ার ফুটবল অঙ্গনের মধ্যেও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। পাশাপাশি ইরানের ফুটবলের জন্যেও এটি একটি সুসংবাদ।

Exit mobile version