এল ক্লাসিকোর আগে স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরছেন ইয়ামাল ও ফারমিন

আর মাত্র এক সপ্তাহ পর মাঠে নামছে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই — এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই লড়াইয়ের আগে ইনজুরিতে ভুগে ব্যাকফুটে ছিল বার্সেলোনা। বিশেষ করে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে ঘিরে শঙ্কা ছিল সবচেয়ে বেশি। তবে এবার সেই উদ্বেগ কমালেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

গতকাল (শুক্রবার) সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ইয়ামাল ও মিডফিল্ডার ফারমিন লোপেজ চোট কাটিয়ে দলে ফিরেছেন। আজ (শনিবার) লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠে নামতে পারেন এই দুই তারকা। যদিও তাদের পুরো সময় খেলানোর মতো অবস্থায় এখনই নেই বলে সতর্ক করেছেন ফ্লিক—

“তারা দলে ফিরেছে, তবে ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত নয়।”

এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর ২৬ অক্টোবর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হবে রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো। সেই ম্যাচেই ইয়ামালকে ফের দেখা যেতে পারে পূর্ণ উদ্যমে।

কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে তাকে নিয়ে টানাটানি হয় বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মধ্যে। ক্লাবের অনুমোদন ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে খেলাতে চেয়েছিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে—এর পরই আসে ইয়ামালের চোটের খবর।

ইনজুরির কারণে তিনি বার্সার হয়ে টানা চার ম্যাচ মিস করেছেন—ভ্যালেন্সিয়া, নিউক্যাসল, গেতাফে ও রিয়েল ওভিয়েদোর বিপক্ষে। এরপর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মাঠে ফিরলেও সেভিয়ার বিপক্ষে আবারও ছিটকে যান। তরুণ এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতেও স্পেন বুলগেরিয়া ও জর্জিয়ার বিপক্ষে জয় পায়।

একইভাবে ফারমিন লোপেজও বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগে বার্সেলোনা ও স্পেনের চারটি ম্যাচ থেকে ছিটকে ছিলেন। তিনিও ফিরেছেন ইয়ামালের সঙ্গে।

তবে বার্সেলোনার ইনজুরির তালিকা এখনও লম্বা। রাফিনিয়া, রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস, দানি অলমো, গাভি পায়েজ ও গোলরক্ষক হুয়ান গার্সিয়া এখনো সidelined। এর মধ্যে রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এল ক্লাসিকোর আগেই ফিরতে পারেন বলে আশাবাদী ফ্লিক।

বর্তমানে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ১ হারে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল।

Exit mobile version