এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। ফুটবল দিয়েই শুরু হচ্ছে চীনে অনুষ্ঠিত ১৯ তম এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা। হাংঝুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে হ্যাভিয়ের ক্যাবরেরার দল নামবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
মিয়ানমার ছাড়া বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী চীন ও ভারত। ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০১৮ গেমসে ফুটবলে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। সেবার প্রথমবারের মত গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটে পা রেখেছিল জামাল ভূঁইয়ারা। কাতারের বিপক্ষে জয়সূচক গোলটা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল।
এদিকে চীনের হাংঝু শহরে গেমসের উদ্বোধন হবে আগামী ২৩ সেপ্টেম্বর। তবে ফুটবল শুরু হয়ে যাচ্ছে আগেই। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশ প্রথমবারের মতো মিয়ানমারের মুখোমুখি হচ্ছে।